চট্টগ্রাম

বিজয়নগরে অসহায় দৃষ্টি প্রতিবন্ধী আক্তার মিয়া দুর্ঘটনায় শিকার

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৫২:০৯ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগর উপজেলায় ২নং চান্দুরা ইউনিয়ন সাতগাঁও গ্রামের লুইন্দা বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে আক্তার মিয়া (৪০) জন্ম থেকে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী, ছোটবেলা থেকে মা-বাবাকে হারালে, দুই বোনের সহযোগিতায় বেড়ে উঠেন দৃষ্টি প্রতিবন্ধী আক্তার, দুই বোনের বিবাহের পর অসহায়ওে বাজারে বাজারে ঘুরে মানুষের সহযোগিতায় জীবিকা নির্বাহ করতেন। এরই মাঝে আক্তার তার বড় বোনের স্বামী হারালে আবারো আক্তারের সাথে যুক্ত হন অসহায় বোন, সারাদিন কর্মের খুঁজে কোনদিন মাটিকাটা কোনদিন ইট ভাঙ্গানোর কাজ করে কোনরকম প্রতিবন্ধী ভাইটাকে নিয়ে জীবিকা নির্বাহ করেন, তারই মাঝে গত নভেম্বর ২০২২ ইং তারিখে দৈনন্দিন কাজের মত আক্তার রাস্তায় বেরুলে, ঢাকা সিলেট মহাসড়কে শ্যামলী ঘাট নামক স্থানে হেঁটে যাওয়ার পথে অচেনা এক গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় রাস্তায় পড়ে থাকেন। এমন অবস্থায় অসহায় পরিবারের থাকা বোন খবর পেয়ে রাস্তা থেকে উঠিয়ে কোনরকম সরকারি হাসপাতালে নিয়ে পায়ে রড বেষ্টিত অপারেশন করলে আজ চার মাস কত হলেও ভাঙ্গা পায়ের রড খোলার মত খরচ জোগাড় করতে পারছেন না। ডুকে ডুকে প্রহর গুনছে শুধু। বর্তমান তার দুর্ঘটনায় ভাঙ্গা পায়ে রড দ্বারা বেষ্টিত, মেয়াদ উত্তীর্ণ হলেও টাকার অভাবে পারছে না পায়ের রড খুলতে। অসহায় বোন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি দুনিয়াতে অভিশপ্ত হয়ে বেঁচে আছি, আমার স্বামী দুই সন্তান রেখে মৃত্যু বরণ করেন, আমার ভাইয়ের সাথে যুক্ত হয়েছিলাম, এরই মাঝে ভাই দুর্ঘটনায় পা ভেঙ্গে ফেলেন চিকিৎসা করতে পারছি না পারছি না পায়ের রড খুলতে আমি ইট ভাঙ্গানো কাজ ও মাটি কাটার কাজ করতাম, এখন আর কাজ পাইনা এবং জিনিসপত্রের দামও এমন বেশি বাচাটা খুবই কষ্টকর, আমি সরকারের কাছে সহযোগিতা কামনা করি আমার ভাইয়ের চিকিৎসা করার জন্য, ও আমার একটা কাজ দেওয়ার জন্য, আমি কর্ম করে খেতে চাই।

আরও খবর

Sponsered content

Powered by