রংপুর

উলিপুরে দপ্তরী কাম-প্রহরীদের চাকুরি জাতীয়করণের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৪ , ৩:৪০:২৮ প্রিন্ট সংস্করণ

উলিপুরে দপ্তরী কাম-প্রহরীদের চাকুরি জাতীয়করণের দাবীতে মানববন্ধন

“এক দফা এক দাবি জাতীয়করণ ন্যায্য দাবি” এ স্লোগানকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরীদের চাকুরি জাতীয়করণের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবী আদায় সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরী ও সংগঠনের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী ও সমন্বয়ক নয়ন সরকার, দাড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী ও সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী রিপন মিয়া, আপুয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী ফারুক হোসেন, বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী আলতাফ হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরীবৃন্দ।

এ সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীদের ২০১২ সালে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ১৩ বছর চাকুরির বয়স হতে চললেও আমাদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তর না হওয়ায় উৎসব ভাতা থেকে বঞ্চিত। এদিকে আমাদের দিন-রাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়।

নৈমিত্তিক ছুটি না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও সরকারি সকল সুবিধা থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। তারা অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে তার সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content