প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৪:৫৭:২১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে উলিপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈ-মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সমাজসেবা কার্যালয় উলিপুর এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈ-মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নারগিস ফাতেমা তোকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দু হাই, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেবা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরুল ইসলাম, উপজেলে ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
উল্লেখ্য যে, এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রতিবন্ধীদের সনাক্তকরণ যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়।