রংপুর

উলিপুরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন 

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

উলিপুরে প্রধান শিক্ষিক অপসারণের দাবিতে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবকবৃন্দ ও স্থানীয় ছাত্র জনতা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। 

উপজেলা শিক্ষা অফিসের সামনে ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে থেকে প্রায় সহস্রাধিক অভিভাবক ও ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। 

জানা যায়, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শরিফা বেগমের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ, দলীয়করণ, অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিতি, রাজনৈতিক দলের পরিচয়ে আধিপত্য বিস্তার সহ অব্যবস্থাপনা শিক্ষানুকূল পরিবেশ বিনিষ্টকরার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অভিভাবকবৃন্দ ও স্থানীয় ছাত্র জনতা। অত্র প্রতিষ্ঠানে দ্রুত সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আনিছুর রহমান, অভিভাবক মফিজল হক, স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি আজাদ মিয়া, নুরনবী মিয়া, মোবাশ্বের হোসেন ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার প্রমুখ।

এ বিষয়ে যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগম জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যা। এ ধরনের কাজে জড়িত নই বলে তিনি দাবি করেন।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নার্গিস ফাতিমা তোকদার জানান, উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফা বেগম এর বিরুদ্ধে লেখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content