প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভাধীন হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাষ্টার রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল জলিল সরকার, অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল হাই সরকার, মাহফুজার রহমান, নুর আলম, এরশাদুল হক এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষক সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা মানেই জাতিকে ধ্বংস করা। যাতে করে জাতি ধ্বংস হতে না পারে তার জন্য নিরলস কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে আদর্শ শিক্ষক ফেডারেশন উলিপুর উপজেলা শাখাকে বেগবান করতে কমিটিতে দ্বায়িত্ব পালন করতে সক্ষম এমন নতুন শিক্ষক সংযুক্ত করা হয়।