ময়মনসিংহ

বকশীগঞ্জে সাবেক স্ত্রীর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৫:৫৪:৩৬ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে সা‌বেক স্ত্রী সা‌বিনা ইয়াস‌মি‌নের বিভ্রা‌ন্তিকর মিথ‌্যা যড়যন্ত্র মূলক ও উ‌দ্দেশ‌্য প্রণো‌দিত অপপ্রচা‌রের প্রতিবাদে বিস্তা‌রিত তু‌লে ধ‌রে সংবাদ স‌ম্মেলন করেছেন সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।

শনিবার কামালের বাত্তী বাজারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের জনগণের ভোটে দুই বার নির্বাচিত চেয়ারম্যান। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাধুরপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদকের দায়িত্বে আছি। আমি ২০১৮ সালে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমীন নামে একজনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিয়ের পর থেকে তিনি আমার ওপর মানসিক নির্যাতন চালাতে থাকেন। তবুও আমি সকল কিছু মেনে নিয়ে সংসার করেছি। সাবিনা ইয়াসমীন আমাকে ব্ল্যাকমেইল করে আমার কাছে জমি সহ দুটি বাড়ি নির্মাণ করে নিয়েছেন। গত ৬ মাস পূর্বে সাবিনা ইয়াসমীন একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু আমার প্রতি মানসিক নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় সাবিনা ইয়াসমীন। এক পর্যায়ে সে আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে বলে এবং মোটা অংকের অর্থ দাবি করে। একারণে আমি দিশেহারা হয়ে পড়ি। ফলে বাধ্য হয়ে গত ৮ মে আমি শরিয়ত মোতাবেক আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক প্রদান করি। সন্তানের ভরনপোষণ দায়িত্বে নিতে চাই আইনের মাধ্যমে। তালাক দেওয়ার পর থেকে আমার সাবেক স্ত্রী কতিপয় ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন। যা আমি ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যেমেই এই ঘটনার পরিসমাপ্তি হবে।

আরও খবর

Sponsered content

Powered by