রংপুর

উলিপুর স্বাধীনতার স্থপতি ও রক্তগৌরবের বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

  প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৬:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

 উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

মঙ্গলবার উলিপুর প্রেসক্লাবে ‘স্বাধীনতার স্থপতি ও রক্তগৌরবের বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বক্তব্য রাখেন বইয়ের লেখক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।

 

আরও খবর

Sponsered content