প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ৮:১৪:০২ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
তারকা দম্পতি রাজ-পরীর সংসার আর টিকছে না বলে জানিয়ে দিয়েছেন পরীমণি। বিষয়টি নিয়ে এখনো মুখ না খুললেও শরিফুল রাজ আজ নতুন বছরের প্রথম দিনে সন্তান রাজ্যকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
রাজ লেখেন: ‘আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনে একটি দুর্দান্ত সময় কাটুক! তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আসন্ন বছর হয়ে উঠুক আনন্দময়। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন তুমি কখনোই তোমার জন্য রাখা আমার ভালোবাসা ছাড়িয়ে যেতে পারবে না। শুভ নববর্ষ ২০২৩।’