প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১২:১০ প্রিন্ট সংস্করণ
স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে জীবনে তৈরি না হয় সে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শফিকুল আলম বলেন, উদাহরণ তৈরি করতেই অন্তর্বর্তী সরকার বারবার ভুল-ত্রুটি, অন্যায় থাকলে; জোর গলায় বলার ও লেখার আহ্বান জানাচ্ছে। নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা। যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। প্রেস সচিব জানান, শনিবার ঐকমত্য কমিশনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটিসহ সবাই এখানে তাদের ভূমিকা রাখুক।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ চাওয়া, যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ প্রতিষ্ঠা করবে না, অন্ধভাবে দলকে অনুসরণ করবে না। নেতা খুন করছে অথচ তাকে সমর্থন করছে এমন রাজনৈতিক কাঠামো যেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের আমলে যারা বয়ান তৈরি করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের চিহ্নিত করতে ব্যক্তিগত উদ্যোগের আহ্বানও জানান প্রেস সচিব।