প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৮:০১:৩৯ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৩ বছর পরে এ, সি, লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই ) বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এ,সি, লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি ১৯৯০ এবং সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের এইচ,এস,সি ১৯৯২ ব্যাচের বন্ধু পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে থেকে সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়েছে।
অনুষ্ঠানে দুই ব্যাচের ৬৩ জন বন্ধু ও তাদের পরিবার অংশ গ্রহণ করেছেন। সকলের উপস্থিতিতে বন্ধুদের সকলের জীবন থেকে ৩৩ বছর অতিবাহিত হয়ে যাওয়ার স্মৃতিচারণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবং পরিশেষে সকলের সিদ্ধান্ত মতে একটি ট্রাসট গঠণ করে মানব কল্যাণে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
“এসো মিলি প্রাণের সন্ধানে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এস,এস,সি-১৯৯০ প্রায় তিন দশক পরে সকলের সাথে যোগসূত্র স্থাপন, বন্ধুত্ব সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এ অভিযাত্রাকে স্বরণীয় করে রাখার জন্য “বন্ধু পুনর্মিলনী তারকা মেলা” -২০১৩ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে।
সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকলো “এসো মিলি প্রাণের বন্ধনে বন্ধু পুনর্মিলনী” ২০২৩ ।
আজ যে বন্ধুদের কথা স্মরণ না করলেই নয়, বিদেশের মাটিতে থেকেও বন্ধু মিলনে ছিলো আমাদের মনি কোঠায় তার মধ্যে রয়েছে আমেরিকা প্রবাসী বন্ধু মোঃ নাসির উদ্দিন, আমেরিকা প্রবাসী বন্ধু গাজী ফয়জুর রহমান সুজন, কুয়েত পুরবাসী বন্ধু এইচ এম রুহুল আমিন মন্টু, কামরুজ্জামান খান পল্টু, জাপান প্রবাসী এর রিয়াদ, এছাড়াও সার্বিক সহযোগিতা করেছেন বন্ধু মিজানুর রহমান জনি, অ্যাডভোকেট এ বি এম গোলাম কিবরিয়া তারিক, প্রফেসর আবুল কালাম, অকতারুজ্জামান লিয়াদ, সুমন শঙ্কর মন্ডল শিশির, শেখ মিজানুর রহমান, এইচএম হুমায়ুন কবির, মনিরুজ্জামান খান, শরিফুল ইসলাম শাহীন, নাজমা আক্তার কান্তা , খালিদ বিন সাঈদ তাকবির, ওবায়দুর করিম বিপ্লব, কে,এম মাসুদ করিম টিটো, শামীম আহসান মল্লিক আরো অনেকে। “বন্ধু পূর্ণ মিলন”-২০২৩ ও “তারকা মেলা” স্মরণিকার সার্বিক সহযোগিতায় এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন “বন্ধু পুনর্মিলনী” উদযাপন কমিটির সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।