প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৬:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ
ঢাকার আশুলিয়া থানায় ঢুকে থানার ওসিকে ‘ছাত্রলীগের’ বলে উল্লেখ করলেন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন নামে এক ব্যক্তি। এ সময় আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৪ মার্চ) এরই মাঝে দুপুরে আশুলিয়া থানায় হাজির হয়ে এ কথিত বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দেওয়া ব্যক্তি এই ঘটনা ঘটালেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরিচিত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর ভাগিনা বলেও পরিচয় দেন সুমন।
অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রত্যয়নপত্র ও দেখা যায়।
বিতর্কের বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু বলেন, যে দুটি সুপারিশ আছে, এরমধ্যে একটি সত্য। ছাত্রলীগের যে দাবি সেটি অসত্য। যদি এমন হতো, তাহলে ঢাকার ভালো থানায় ওসিগিরি করতে পারতাম। এগুলো ফেক (ভুয়া)। আমি তখন তদন্ত ওসি হতে পারিনি। ওসি তো দূরের কথা।
সুপারিশে নিয়োগ পেয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এই সুপারিশ নিতে বাধ্য হয়েছি। এটা দিতাম না। এটা দেখানোর কিছু না। আমি চাকরি করি। এটা ছাত্রজীবনের কথা। চাকরি করলে তো কিছু থাকে না। একটা কমিটিতে ছিলাম, তাই সুপারিশ এনেছি।
উল্লেখ্য, সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।