বাংলাদেশ

‘কঠোর লকডাউন’ বাড়ল ১৬ মে পর্যন্ত

  প্রতিনিধি ৩ মে ২০২১ , ২:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

‘কঠোর লকডাউন’ বাড়ল ১৬ মে পর্যন্ত

ভোরের দর্পণ ডেস্ক: 

চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, লকডাউন চলাকালে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সোমবার (৩ মে) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার, প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়।

পাশাপাশি সবাইকে যার যার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হলে বিশ্বের আরও অনেক দেশের মত বাংলাদেশের ১৭ কোটি মানুষও ঘরবন্দি দশার মধ্যে পড়ে, যাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বর্ণনা করা হচ্ছে ‘লকডাউন’ হিসেবে।

আরও খবর

Sponsered content

Powered by