আন্তর্জাতিক

আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেয়নি ইসরাইল

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৬:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মুসলমানদের পবিত্রতম মসজিদ আলআকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরাইল। মসজিদে প্রবেশের অনুমতি নেই- জানিয়ে পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

বিষয়টি নিয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়। বলা হয়, আল-আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি।

ফলে বিভিন্ন জায়গা থেকে যারা নামাজ পড়তে এসেছিলেন তাদের বাসে তুলে আবার পশ্চিমতীরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

১৯৬৭ সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরাইল আন্তর্জাতিক নীতি ভঙ করে পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমসহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by