বাংলাদেশ

করোনাভাইরাস: শনাক্তের হার ১১.৬৮ শতাংশ

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২২ , ৫:৫৮:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনায় আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। শনাক্তের হার বেড়ে হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৪ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। চট্টগ্রাম একজন ও ঢাকা বিভাগে তিনজন মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by