বাংলাদেশ

করোনার টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৫:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। পাশাপাশি ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

সরকার সবাইকে করোনার টিকার আওতায় আনার ওপর জোর দিচ্ছে জানিয়ে সচিব বলেন, দুই ডোজ টিকা নেওয়া ছাড়া কেউ রেস্টুরেন্টে, বিমানসহ কোথাও যেতে পারবেন না।

তিনি বলেন, আর সংক্রমণ পরিস্থিতি আরও বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, টেকনিক্যাল কমিটির সঙ্গে বসে দুই-একদিনের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে টিকার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by