ঢাকা

আশুলিয়ায় ফুটবল খেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ১:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ 

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থদেহ, সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুলিয়ায় অনুষ্ঠিত হলো শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। এ ফুটবল ম্যাচটি ৯০ মিনিটের প্রতিদ্বন্দীতা শেষে ধামসোনা মেরিট আইডিয়াল স্কুলকে ট্রাইবেকারে ০২-০১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেন আরবি আইডিয়াল স্কুল। এ ফুটবল খেলায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভিসহ সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দ। 

শনিবার বিকাল ৪ টায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এলাকার  আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজে মাঠে শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেনের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আশুলিয়া থানা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ পালোয়ান।  

এম এইচ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহিদুর রহমান ডালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মল্লিক, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডল।

আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল মান্নান খাঁন, শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ইকরা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মাতৃছায়া প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাসির হোসেন, ধামসোনা মেরিট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াকিল আহম্মেদ, আরবি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমূখ। 

আরও খবর

Sponsered content

Powered by