দেশজুড়ে

করোনায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্ট

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৫:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর লক্ষীপুরে করোনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম সাত্তার ট্রাস্ট ট্রাস্টের উদ্যোগে চাল, ডাল, তেল আলু সহ ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্র মানুষকে দেয়া হয়েছে সময় সামাজিক দূরত্ব নিশ্চিতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়

শুক্রবার লক্ষীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম সাত্তার তিনি বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের হাতে তুলে দেন নিত্য পণ্যের প্যাকেট প্রত্যেক প্যাকেটে রয়েছে কেজি চাল, কেজি আলু, কেজি ডাল, কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম তেল ২টা সাবান ইতিমধ্যে ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ১৪ হাজার পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা

ব্যাপারে ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম সাত্তার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে সমস্যায় আছে এমন পরিবার চিহ্নিত করেছি কে কোন দলের তা দেখিনি প্রয়োজন আছে এমন পরিবারের তালিকা তৈরি করেছি তালিকা অনুযায়ী ওইসব বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ১৩ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরেছি মানুষের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন

আরও খবর

Sponsered content