বাংলাদেশ

করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাই বড় হুমকি: ডব্লিউএইচও

  প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ১১:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বহীনতাকেই সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২২ জুন) দুবাইতে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক ভার্চ্যুয়াল সামিটে অংশ নিয়ে এমন মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসাস।

টেড্রোস বলেন, বৈশ্বিক নেতৃত্বহীনতা এবং অনৈক্যই হচ্ছে করেনা মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি। করোনার রাজনীতিই মহামারিকে আরও অবনতির দিকে নিয়ে গেছে।

এসময় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভুক্ত কিছু রাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র নভেল করোনা ভাইরাসকে খুব দুর্বল এবং চীন কেন্দ্রীক মনে করায় দেশটির সমালোচনাও করেন।

তিনি বলেন, বিশ্বে এখন ঐক্য ব্যাপকভাবে প্রয়োজন। কিন্তু দলীয় রাজনীতি মহামারিকে আরও ভয়ংকর হতে সাহায্য করেছে।

বর্তমানে আমরা যে হুমকির মুখোমুখি হয়েছি, সেটা ভাইরাস নয়; এটা হচ্ছে সংহতি ও বিশ্ব নেতৃত্বের ঘাটতি।

‘সব দেশের উচিত স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি প্রধান্য দেওয়া। অর্থনৈতিক, সামাজিক ও বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।’

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১ লাখ ১২ হাজার ৭৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪ লাখ ৭১ হাজার ৮৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৮৪ হাজার ৩৬৪ জন।

আরও খবর

Sponsered content

Powered by