আইন-আদালত

ভেজাল প্যারাসিটামলে মৃত্যু: ১০৪ শিশুর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

  প্রতিনিধি ২ জুন ২০২২ , ৬:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ভেজাল প্যারাসিটামল সেবনে মৃত্যুর ঘটনায় ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এই অর্থ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের মৃত্যুর জন্য দায়ী সংশ্লিষ্টদের কাছ থেকে ওষধু প্রশাসন অধিদপ্তর এই অর্থ আদায় করবে।

এছাড়া ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিস্ক্রিয়তা অবৈধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ওষুধ প্রশাসন অধিদপ্তর এড়াতে পারে না।’

এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অপরপক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান।

মনজিল মোরসেদ বলেন, ‘১৯৯১ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু এবং ২০০৯ সালে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করে ২৮ জন শিশু মারা যায়। ওই ঘটনায় ২০১০ সালে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিবার সংগঠন এইচআরপিবি জনস্বার্থে রিট দায়ের করে। ওই সময় রুল জারি করেন হাইকোর্ট। রুলের দীর্ঘ শুনানি শেষে রায় দিয়েছেন আদালত।’

আরও খবর

Sponsered content

Powered by