চট্টগ্রাম

কর্ণফুলীতে বিষপানে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৭:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে বিষপানে যুবকের আত্মহত্যা

কর্ণফুলী উপজেলায় বিষপানে মো. সেলিম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ড কেন্দুর বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে পার্শ্ববর্তী এলাকার এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন ওই যুবক।
শুক্রবার জুমার নামাজের পর তার মায়ের সাথে বিভিন্ন মাজার জিয়ারত করেন। ওইদিন রাতে বাইরে বিষপান করে বাড়িতে এসে অসুস্থতাবোধ করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, পারিবারিক বিরোধের কারণে ওই যুবক আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content