চট্টগ্রাম

সিউ বিএসলচবি মূল ফটকে ছাত্রলীগের তালা

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৮:৪১:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় নানা অসঙ্গতি ও অভিযোগে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশ। বুধবার (১৭ মে) রাত সাড়ে আটটায় ফটক অবরোধ করে তারা। ঘণ্টাখানেক অবরোধের পর রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তালা খুলে দেয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গত ১৫ মে থেকেই ক্যাম্পাসে হাজারো ভর্তিচ্ছুর আনাগোনা শুরু হয়েছে। এদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায়, খাবারের দাম বেশি রাখাসহ নানা অনিয়মের প্রতিবাদে ছাত্রলীগের এ তালা দেয়া বলে দলীয় সূত্রে জানা গেছে। তালা দেয়া নেতাকর্মীরা সবাই শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জুনিয়র কর্মীরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে তারা তালা খুলে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নুরুল আজিম সিকদার বলেন, ছাত্ররা প্রধান ফটকে তালা দিয়েছিল। আমরা বুঝানোর পর তারা খুলে দিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by