চট্টগ্রাম

কর্ণফুলীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৭:১৯:১০ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামীকে পটিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সোলায়মান (৪০) পটিয়ার শান্তিরহাট মালিপাড়ার বাসিন্দা এবং হত্যাকাণ্ডের স্বীকার তার স্ত্রী নাছিমা বেগম (৩৮) চরলক্ষ্যা ইউনিয়নের সেকান্দর মিয়ার কন্যা। হত্যাকান্ড সংঘটিত হওযার ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘গৃহবধূকে খুনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে স্বামীকে গ্রেফতার করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ির বাড়া বাসায় গার্মেন্টসকর্মী নাছিমা বেগম (৩৮)কে মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার স্বামী মো. সোলায়মান। ঘটনার দিন রাত একটার দিকে নাছিমার দ্বিতীয় স্বামী সোলায়মান ভাড়া বাসায় এসে তার স্ত্রীকে মারধর করে খুন করে ভোরে পালিয়ে যায়। পরে সকালে ছেলে ইমন ঘরে এসে তার মা’কে ডাকলে কোন সাড়া-শব্দ না পেয়ে হাত-পা ধরে দেখে হাত-পা ঠান্ডা হয়ে আছে।

পরে তাঁরা লাশের দাফনের ব্যবস্থা করতে গিয়ে দেখেন মৃত নাছিমার গলায় কালো দাগ এবং জিহ্বা বাহির করে দাঁতে কামড় দেওয়া অবস্থা লক্ষ্য করেন। এটা দেখে সন্দেহ জাগলে তারা ৯৯৯ এ কল করেন। পরে কর্ণফুলী থানা পুলিশ এসে রহস্য উন্মোচন করেন।

আরও খবর

Sponsered content