প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৪:০০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে সী পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা জব্দ করে সদরঘাট নৌ পুলিশ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।
অভিযানে ৩৭৮ কেজি জাটকা জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি বা জরিমানা করা হয়নি। পরে ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ জহির, মোহাম্মদ জকির হোসেন, সদরঘাট নৌ পুলিশের এসআই সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।