ঢাকা

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। তাকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়েছে। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

এর আগে, তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content