বাংলাদেশ

কাবুলের মা‌র্কিন ঘাঁটি‌তে ১২ বাংলা‌দে‌শি, ফিরছেন শিগগিরই

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২১ , ৯:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আফগানিস্তা‌নে আটকা পড়া ১২ বাংলা‌দে‌শি নাগ‌রিক আফগান শিক্ষার্থী‌দের স‌ঙ্গে মা‌র্কিন সাম‌রিক ঘাঁ‌টি‌তে পৌঁ‌ছে‌ছেন।

শ‌নিবার (২৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এক বার্তায় এ তথ্য জা‌নিয়ে‌ছেন।

ক্ষুদে বার্তায় ড. মো‌মেন ব‌লেন, আফগান শিক্ষার্থী‌দের সঙ্গে ১২ বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। শিগ‌গিরই তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আস‌বেন।

বিস্তারিত আসছে…

আরও খবর

Sponsered content