বাংলাদেশ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৬:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

রোববার তিনি এ সাক্ষাৎ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউ রাষ্ট্রদূত কাদেরকে তার গুলশানের বাসভবনে ব্রেকফাস্টের আমন্ত্রণ জানান।

এদিকে, ইইউ রাষ্ট্রদূত এক টুইটে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন প্রধানরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা পেতে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু ও চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলার সাথে মতবিনিময় করেছি।’

বৈঠকে ঢাকায় নিযুক্ত জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে ও ফ্রান্সের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by