রাজশাহী

কাহালুতে এম পি মোশারফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৫:২৬:৪২ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : সোমবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামে কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মোশারফ হোসেন এর বাসায় সৌজন্য সাক্ষাত করেন কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। জামগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও জামগ্রাম ইউ পি চেয়ারম্যান মো. আলমগীর আলম (কামাল) প্রায় ৯০টি মোটর সাইকেলের বহর নিয়ে এম পি মোশারফ হোসেনের বাসায় উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জামগ্রাম ইউ পি সদস্য আব্দুস ছামাদ, আহবায়ক কমিটির সদস্য মোকলেছার রহমান, শাহিন হোসেন, নান্নু, আব্দুল আলীম, আব্দুল বারী, আবু তাহের, নুরুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্যোশে বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয় কাহালু-নন্দীগ্রাম এলাকার সকল পেশাজীবি মানুষের জন্য নন্দীগ্রাম বাসা, বগুড়া বাসা ও ঢাকার বাসার দরজা ২৪ ঘন্টার জন্য খোলা। যে কোন সময় আপনারা আমার বাসায় চলে আসবেন। তিনি উপস্থিত নেতৃবৃন্দ সহ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।

আরও খবর

Sponsered content