দেশজুড়ে

কাহালুতে প্রায় চোরাই বৈদ্যুতিক তার উদ্ধারসহ আটক ২

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৮:২৯:২০ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা’র নির্দেশনায় কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে এস আই আশিকুর রহমান (আশিক), এ এস আই ওবায়দুল ইসলাম, জাহিদুল ইসলাম  সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কাহালুর ইন্দুখুর বাজারে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুৎ এর চুরি যাওয়া ১ হাজার ৩ শত ৯০ কেজি হাই ভোল্টেজ কেবল তার এবং ১টি মিনি ট্রাক সহ ২ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর হলো কাহালু উপজেলার বীরকেদার খাঁ পাড়া গ্রামের মৃত কোরবান আলীর পুত্র আমজাদ হোসেন (৫৩) ও কাহালু সদর ইউনিয়নের সাকোহালী গ্রামের কাশেম আলীর পুত্র তসলিম ওরফে টুটুল (৪২)। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, আটক ২ তার চোর দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। উল্লেখ্য যে, কাহালু উপজেলার জামগ্রামের মহিষামারা ও নন্দীগ্রাম উপজেলার বীজরুল এলাকায় পল্লী বিদ্যুৎ এর চুরি যাওয়া ১ হাজার ৩ শত ৯০ কেজি হাই ভোল্টেজ কেবল তার বলে কাহালু থানা পুলিশ ধারণা করছে। 

আরও খবর

Sponsered content