প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ৬:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ জেলা সদর পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ( যুগ্ম সচিব ) আ,ন,ম তরিকুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আঃ লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এ আফজাল, পৌর মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া ও সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।