ঢাকা

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৫:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা “প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর উদ্যোগে দিবসের সূচনা করে নির্ধারিত কর্মসূচি উদযাপন করেছেন।

৫ জুন ২০২৪ বুধবার সকাল ৯ টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কিশোরগঞ্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

সভার পূর্বে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ সম্মিলিতভাবে একটি র‍্যালির আয়োজন করে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আসাদ উল্লাহ্, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম জুয়েল, রোভার স্কাউট কিশোরগঞ্জের রোভার ম্যাট লোরা চৌধুরী।

আরও খবর

Sponsered content