ঢাকা

কিশোরগঞ্জে শব্দ দূষণ আইনে বাস ট্রাক কে জরিমানা  

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৮:৩৩:৫০ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে শব্দ দূষণ আইনে বাস ট্রাক কে জরিমানা

পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগিতায় ৭ জুলাই ( রবিবার)   যানবাহন কে শব্দ দূষণ আইনে অর্থদন্ড করা হয়। 

জেলা প্রশাসক কিশোরগঞ্জ  কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ও এস এম মেহেদী হাসান এর নেতৃত্বে  “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর লংঘণের দায়ে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ ০২ টি বাস ও ৬ টি ট্রাক ড্রাইভারকে মোট ৯০০০/- (নয় হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায়  করা হয়।  অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১২ টি হাইড্রোলিক হর্ণ ও ৪ টি ইলেকট্রিক হর্ণ জব্দ করা হয়। 

উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ আবদুল্লাহ আল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  এসময় জেলা পুলিশের  একটি  দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী/ আইন লংঘণকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তরসূত্রে জানান হয়। 

আরও খবর

Sponsered content