প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৪:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ চলছে। রোববার (০৪ আগষ্ট) দুপুরে উভয় পক্ষের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে শহরের পুরান থানায় সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করেন।
মিছিল নিয়ে শহরের আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছলে উভয়পক্ষের স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগ অফিসে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ককটেল বিস্ফোরনের শব্দ শোনা যায়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এছাড়াও কিশোরগঞ্জ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা একটি মিছিল নিয়ে বের হন। পরে শিক্ষার্থী আইনজীবীরা একসঙ্গে মিলে পুলিশকে দেখে বিভিন্ন স্লোগান দেন। প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি তিনি।