প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ২:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ
কয়েকদিনের টানা তাপপ্রবাহ আজ আর নেই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে তাপপ্রবাহ কেটে গেলেও বাধ ভেঙ্গে, নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে অনেক এলাকা। আগামী ২৪ ঘণ্টা প্রায় সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদীর পানির উচ্চতা।
রবিবার (২৬ মে) সকাল ৬টা থেকে সোমবার (২৭ মে) সকাল ছয়টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার। এছাড়া সাতক্ষীরা ৯৩, চট্টগ্রামে ৭৩, পটুয়াখালী ৭২, কক্সবাজারে ৬৯, মোংলা ৬৭, খুলনা ৬৫, খেপুপাড়া ৫৮, যশোর ৫৩, হাতিয়া ৪৬, গোপালগঞ্জে ৪৪, ভোলা ও বরিশাল ৪১, বান্দরবান ৩৫, টেকনাফ ৩১, রাঙ্গামাটি, ফরিদপুর ও মাদারিপুরে ২৬, রাজারহাটে ২৫, চাদপুরে ২১, সীতাকুণ্ড ২০, মাইজদি কোর্ট ১৯, চুয়াডাঙ্গা ও সিলেটে ১৮, কুমারখালি ১৬, সন্দ্বীপ ১৫, ঈশ্বরদী ১২, শ্রীমঙ্গল ও রাজশাহীতে ১১, ফেনি ও ঢাকায় ৯, বগুড়ায় ৭, বদলগাছি, নিকলি ও টাঙাইলে ৩, নেত্রকোনা ও তাড়াশে ২, কুমিল্লা, ময়মনসিংহ ও তেতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল রয়েছে। অপরদিকে যমুনা ও গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।