ঢাকা

কুলিয়ারচরে ৩২টি পূজা মন্ডপে নিরপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর 

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৮:১৬:০৮ প্রিন্ট সংস্করণ

কুলিয়ারচরে ৩২টি পূজা মন্ডপে নিরপত্তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর 

কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) উপজেলার ৩২ টি পূজা মন্ডপে কড়া নিরপওায় আসন্ন দুর্গা পূজা অনুষ্ঠানে তৎপর উপজেলা প্রশাসন। 

কুলিয়ারচর উপজেলা সদর পৌরসভা সহ ৬ টি  ইউনিয়ন যথাক্রমে গোবরিয়া আব্দুল্লাহপুর, রামদী, সালুয়া, ফরিদপুর, ছয়সূতী, ওসমানপুর ইউনিয়ন এর ৩২ টি পূজা মন্ডপে কড়া নিরপত্তা ব্যবস্হায় আসন্ন দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। 

 ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৩ অক্টোবর (রবিবার) প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হবার কথা। নদী পুকুর বা জলাশয়ে প্রতীমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সমাপ্ত হবে। 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কুলিয়ারচর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা ফাতিমা তুজ জোহরা দুর্গা পূজা নির্বিঘ্ন করতে   উপজেলা প্রশাসন দৃঢ প্রতিজ্ঞ। 

কুলিয়ারচর উপজেলার ৩২ টি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা জোরদার রয়েছে, পুলিশ আনসার চৌকিদার মোতায়েন করা হয়েছে এবং মোবাইল টিম প্রতি বার পরিদর্শন শেষে রেজিষ্টার মেইনটেইন করছে বলে এ প্রতিনিধি কে তথ্য দেন কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। 

উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত  পূজা উদযাপনে কুলিয়ারচরে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বরঞ্চ আবহমান কাল থেকে হিন্দু মুসলমান একএে বসবাস করার সংস্কৃতি গড়ে উঠেছে বলে জানান।

আরও খবর

Sponsered content