খুলনা

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৮:১২:১৫ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী মন্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় নামক এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার সামনে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত কুদরত আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত আলী মন্ডলের ছেলে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তুল, ৩রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত কুদরত আলীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ৬টি মামলা রয়েছে। দৌলতপুর থানার (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ ডাংমড়কা সেন্টারমোড় নামক এলাকার আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এক এএসআইসহ ৩পুলিশ আহত হয়েছেন বলেও জানান ওসি।

আরও খবর

Sponsered content