প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ৮:১৩:৩১ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ কারণেই দেশের অসহায় ও শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে কুষ্টিয়ার মিত্র ফাউন্ডেশন। শুক্রবার সকালে শহরের হাউজিং কদম তলা মোড়স্থ মিত্র ফাউন্ডেশনের কার্যালয়ে ১ হাজার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এ ত্রাণ সহায়তা করা হয়েছে। এসময় তাদেরকে চাল, ডাল, তেল, আলু,আটা,লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মিত্র ফাউন্ডেশনের সভাপতি এম.এ মান্নান কাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিত্র ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল হান্নান স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় একহাজার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এ ত্রাণ সহায়তা করা হয়।