দেশজুড়ে

কুয়েটের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

খুলনা সদর প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ভবনের সভাকক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এ সময় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “শিক্ষকদের বেশী করে গবেষণা করতে হবে, এতে বিশ^বিদ্যালয় অবস্থান উন্নত হবে”। সভাপতির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর মত একজন দক্ষ শিক্ষক, স্পষ্ট ও যুক্তিবাদী মানুষের অনুপস্থিতি কুয়েট সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার সততা ও একনিষ্ঠতা অনুকরণীয়, তাকে অনুসরণ করলে বিশ^বিদ্যালয় উপকৃত হবে”। এসময় বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষকে ফুল ও স্মারক সম্মাননা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by