দেশজুড়ে

কৃষকের ধান কাটলো নরসিংদী  মডেল থানা পুলিশ

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৪:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম, নরসিংদী : সোমবার সকালে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নে কালাই গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়া নামের এক গরীব কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন নরসিংদী মডেল থানা পুলিশ। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় কৃষক দুলাল মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে মারাই করে দেন নরসিংদী জেলার পুলিশ সদস্যরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব শাহেদ আহমেদ, অফিসার ইনর্চাজ, নরসিংদী মডেল থানা জনাব মোঃ সৈয়দুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান, ইন্সপেক্টর (অপারেশন্স) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন-সহ নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ সদস্যগণ কাটায় অংশ নেন। নরসিংদী জেলা পুলিশের এরুপ সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে বলে জানা যায়।

আরও খবর

Sponsered content

Powered by