বরিশাল

‘করোনা পরবর্তী খাদ্য ঘাটতি মোকাবিলায় মৎস্য চাষে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী’

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৭:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান মহামারি করোনা পরবর্তী দেশের খাদ্য ঘাটতি রোধ করে দেশকে খাদ্যে সয়ং সম্পূণ করার লক্ষে মৎস্য চাষে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে লাল মোহন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ, থানা ও সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন কালে একথা বলেন তিনি। দেশের মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিও লক্ষে এসময় যার যার বাড়ির ছোট বড় সকল ধরণের পুকুর জলাশয়ে মাছ চাষের আহবান জানান এমপি শাওন। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে এদিন ভোলার লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ২০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এর আগে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় অংশ গ্রহণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহনের ইউএনও হাবিবুল হাসান রুমি, তজুমদ্দিনের ইউএনও আল নোমান সহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by