বাংলাদেশ

কৃষক সমাবেশ: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৩:১০:১৭ প্রিন্ট সংস্করণ

কৃষক সমাবেশ: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কৃষক সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেল তিনটা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে সমাবেশে অংশ নিতে আসছেন। অনেক নেতাকর্মী কৃষকের সাজেও সেজেছেন। তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান ও কৃষকের প্রতিচ্ছবি দেখা গেছে। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে ঘিরো নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও খবর

Sponsered content

Powered by