দেশজুড়ে

 কেন্দুয়ায় ইউএনও ওসি নার্সসহ ৬ জন আক্রান্ত

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৮:৩০:৩৩ প্রিন্ট সংস্করণ

 কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, এক জন নার্সসহ নতুন করে আরো জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সোমবার রাতে তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, সোমবার জেলায় ১১ জন নতুন করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন

এদের মধ্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান , কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাভলী আক্তার নামে একজন নার্স, ওয়ার্ডবয় মিনারুল ইসলাম,প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ ইউএনও অফিসের অফিস সহায়ক আলী রয়েছেন এছাড়া বারহাট্রায় জন, আটপাড়ায় জন মদনে জন রয়েছেন

এনিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানান সিভিল সার্জন তাজুল ইসলাম এদিকে কেন্দুয়ায় ইউএনও ওসি আক্রান্তের খবরে থমকে গেছেন সব শ্রেণিপেশার মানুষ শুরু থেকেই ওই দুই কর্মকর্তা করোনা প্রতিরোধে ছিলেন খুবই স্বোচ্চার তাদের বিরামহীন কর্মকান্ডে কেন্দুয়াবাসীর হৃদয় কেড়েছেন যার প্রমান মেলে সোমবার রাতে যখন তাদের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে নেটিজনরা করোনা পরিস্থিতিতে তাদের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা সুস্বাস্থ্য করেন

 

আরও খবর

Sponsered content

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

বিশ্বনবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যথাযথ প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নের মূল চাবিকাঠি : প্রধানমন্ত্রী

যথাযথ প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নের মূল চাবিকাঠি : প্রধানমন্ত্রী

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে বনভোজন

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

যশোরে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত