দেশজুড়ে

 কেন্দুয়ায় ইউএনও ওসি নার্সসহ ৬ জন আক্রান্ত

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৮:৩০:৩৩ প্রিন্ট সংস্করণ

 কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, এক জন নার্সসহ নতুন করে আরো জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সোমবার রাতে তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, সোমবার জেলায় ১১ জন নতুন করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন

এদের মধ্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান , কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাভলী আক্তার নামে একজন নার্স, ওয়ার্ডবয় মিনারুল ইসলাম,প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ ইউএনও অফিসের অফিস সহায়ক আলী রয়েছেন এছাড়া বারহাট্রায় জন, আটপাড়ায় জন মদনে জন রয়েছেন

এনিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানান সিভিল সার্জন তাজুল ইসলাম এদিকে কেন্দুয়ায় ইউএনও ওসি আক্রান্তের খবরে থমকে গেছেন সব শ্রেণিপেশার মানুষ শুরু থেকেই ওই দুই কর্মকর্তা করোনা প্রতিরোধে ছিলেন খুবই স্বোচ্চার তাদের বিরামহীন কর্মকান্ডে কেন্দুয়াবাসীর হৃদয় কেড়েছেন যার প্রমান মেলে সোমবার রাতে যখন তাদের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে নেটিজনরা করোনা পরিস্থিতিতে তাদের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা সুস্বাস্থ্য করেন

 

আরও খবর

Sponsered content

Powered by