দেশজুড়ে

কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলারের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৩:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়ায় কার্ডধারীদেরর সাথে প্রতারণা করে চাউল আত্মাসাৎ করার দায়ে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম শামছুল আলম।

অভিযুক্ত ডিলার হলেন মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল হক ফকির বাচ্চু।গত বৃহস্পতিবার রাতে কেন্দুয়া থানায় ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়।

সুত্র জানায়, কেন্দুয়া উপজেলার মাসকা ইউপির খাধ্যবান্ধব কর্মসূচি ডিলার শহিদুল হক ফকির বাচ্চু কার্ডধারীদের সঠিক ভাবে চাউল না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাৎ করায় সম্প্রতি কার্ডধারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান সরজমিনে তদন্তে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করলে তিনি খাদ্য কর্মকর্তাকে থানায় মামলা দায়ের নির্দেশ দিলে এ মামলাটি রুজু করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, বলেন আসামীকে ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by