ময়মনসিংহ

কেন্দুয়ায় বরের বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবী

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৮:০৬:৪৮ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়ায় বরের বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় বরকে না পেয়ে বরের বাবা জহুর মিয়াকে অপহরণ ও মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার গড়াডোবা ইউপির গাড়াউন্দ গ্রামে ঘটেছে। এঘটনায় কনের বাবাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অপহৃতা বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া। অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,উপজেলার গড়াডোবা ইউপির গাড়াউন্দ গ্রামের জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া ছেলে সুমনের সাথে এইক ইউপির বান্দনাল গ্রামের আব্দুল মজিদের কন্যা দিলোয়ারার বিয়ে হয় ৩ বছর পূর্বে। স্বামী-স্ত্রী দু’জনই পোশাককর্মী এবং ঢাকায় অবস্থান করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মাঝে অমিল দেখা দেয়। প্রায় দুই বছর ধরে তারা ঢাকায় আলাদাভাবে বসবাস করছেন। আর বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া একাই গ্রামের বাড়িতে থাকেন। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে বরের বাবা জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়াকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বান্দনাল গ্রামের কনের বাবা আব্দুল মজিদের বাড়িতে। নগদ ৩ লাখ টাকা আদায়ের কিংবা ১০ শতক ভূমি লিখে নিতে দিনভর বরের বাবা জহুর মিয়ার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। বিষয়টি খরব পেয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে অপহৃত জহুর মিয়াকে উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। এঘনায় জহিরুল ইসলাম ওরফে জহুর মিয়া বাদী হয়ে কনের বাবা আব্দুল মজিদকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামী করা হয়েছে একই গ্রামের আমজাদ আলীর ছেলে আল-আমীন (২৪),আঃ জব্বারের ছেলে কদ্দুছ (৫০) ও মৃত মনফর আলীর ছেলে আমজাদ আলী (৫৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে। মামলা দায়ের পর পুলিশ আল-আমীনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানা ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনাটি খুবই অমানবিক। আল-আমীন নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by