চট্টগ্রাম

কেরানীগঞ্জে গণহারে আ.লীগের নেতাকর্মীর নামে মামলা

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৩:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জে গণহারে আ.লীগের নেতাকর্মীর নামে মামলা

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং সাধারণ সম্পাদক ম.ই. মামুনসহ ৩১৩ নেতাকর্মীর নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাসার আহমেদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন।

বৃহস্পতিবার রাতে মামলাটি হলেও শনিবার বিষয়টি জানা যায়। মামলায় বিএনপির নেতাকর্মীদের মারধর, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। মামলায় অন্যতম আসামিরা হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, মামলায় আগানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও আ. লীগ নেতা শাহীনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী বাসার আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৪ আগস্ট কোন্ডা ইউনিয়নের স্টানবাজার এলাকায় আসামিরা জড়ো হয়ে নৈরাজ্যের চেষ্টা করে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে আসামিরা আমাদের ওপর হামলা চালায়।

আরও খবর

Sponsered content