প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪ , ৬:৪২:২১ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জে মোবাইলফোনে ডেকে এনে বাসার গেটের সামনে মো. স্বপন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে কালিন্দী ইউনিয়নের চড়াইল খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন জিনজিরা তাওয়াপট্টি এলাকায় একটি লোহার কারখানায় শ্রমিকের কাজ করত।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা স্বপনকে মোবাইলফোনে তার বাসার গেটের সামনে আসতে বলে। তিনি গেটের সামনে এলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই স্বপন নিহত হন।
খবর পেয়ে রাতেই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত স্বপনের বাবার নাম মোহাম্মদ ইলিয়াস। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার লেবুতলী গ্রামে। চড়াইল খালপাড় এলাকায় ইয়াকুব মিয়ার বাড়িতে দুই বছর যাবত ভাড়া থাকতেন।
কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খালিদ হোসেন জানান, এ ঘটনায় সোমবার দুপুরে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে।