ঢাকা

কোটালীপাড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৭:৫১:১১ প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়া উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটারদের সাথে কথাবার্তা বলেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে ৬ জন সহ মোট ১১ জন হেভি ওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে কোটালীপাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে ৪০,২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৩৯,২৮২ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দেবদুলাল বসু টিউবওয়েল প্রতীকে ৬৯,৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুজ্জামান বিশ্বাস তালা প্রতীকে পেয়েছেন ৪২,৭৩৬ ভোট। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন বেগম কলস প্রতীকে ৪৫,৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীনা মন্ডল পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ২৫,৭৮২ ভোট।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন। নারী-পুরুষ সকলকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সু-শৃঙ্খলভাবে আনন্দ ঘন পরিবেশে ভোট দিতে দেখা গেছে। দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। অসুস্থ রোগী, বৃদ্ধরাও বসে থাকেননি ঘরে। শেষ বয়সে নিজের পছন্দের প্রতিনিধি বেছে নিতে লাঠি ভর দিয়ে অথবা অন্যের সহযোগিতায় এসেছেন ভোট কেন্দ্রে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।

সকালে রামশীল ইউপি’র জহরের কান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চিংড়ি মাছ প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় একই গ্রামের রথি কান্ত অধিকারীর ছেলে রতন অধিকারী। সন্ধ্যায় একে একে আসতে থাকে ভোটের ফলাফল। উপজেলা পরিষদ হলরুম লাল শাপলায় অবস্থিত নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা।

এসময় অন্যদের মধ্যে- পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সাবেক পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, এইচ এম অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, প্রকৌশলী শফিউল আজম, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ সহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগ নেতা কর্মী, সমর্থক, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by