রাজশাহী

ইন্টারনেট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ – এমপি বকুল

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৭:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

জননেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট ও ইন্টারনেটের মালিক হয়েছে। আর দেশের চাহিদা মিটিয়ে সেই ইন্টারনেট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা অর্জন করেছে। “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন অনুষ্ঠানের অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সাংসদ এমপি বকুল। তিনি আরো বলেন এখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, কৃষি সেবা গ্রহণ, জমির পর্চা তুলা, ডাক্তারি সেবা, আইনি সহায়তা, টিকেট, টেন্ডার ক্রয়-বিক্রয় সহ আমাদের সকল কাজই খুব সহজে ডিজিটাল সেবার মাধ্যমে করা যাচ্ছে।

খন বিদ্যুৎ-পানির বিল দেবার জন্য লাইন ধরে দাড়িয়ে থাকতে হয়না। ঘরে বসে মোবাইলের মাধ্যমেই তা পরিশোধ করা যায়। তিনি ভবিষ্যত প্রজন্মকে তথ্য প্রযুক্তির শিক্ষা গ্রহণ করে ডিজিটাল বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। দিবসটি পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে বড়াল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম , বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by