বাংলাদেশ

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৭:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Powered by