দেশজুড়ে

ক্ষেতলালে হুইপ স্বপনের জরুরী সভা

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৬:৫৭:৫২ প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারী ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজে মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ও এমপি জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জরুরী সভার আয়োজন করেন। আরাফাত রহমান উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে ওই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা, কর্মহীন, দুঃস্থ্য অসহায় মানুষদের সরকারী সহায়তা পৌছে দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।